
আমি পাকসেনাকে বলি, “ব্যাপার কি? কেন আমাদেরকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়া হচ্ছে? “আমরা বাধ্য হচ্ছি” সে উত্তর দেয়।সরকারি নির্দেশ পালনের সে কি ঠুনকো অজুহাত তাদের! বললাম, “আমরা আপনাদের ভুলব না। সর্বশক্তিমান আল্লাহর কাছে আমরা অভিযোগ দেব। সেদিন আমরা অধিকার আদায় করে ছাড়বো।”
বই: কয়েদী ৩৪৫