
আমি কোনো সংস্থা, কোনো সরকারকে সেবা দেয়ার শপথ করিনি। আমি সংবিধানের প্রতি সমর্থন ও এর প্রতিরক্ষার জন্য জনগণকে সেবা দেয়ার শপথ করেছি যাদের নাগরিক স্বাধীনতার নিশ্চয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই স্বাধীনতা অবমাননার সাথে জড়িত অবস্থায়। এতটা বছর আমি কার জন্য তাহলে এত কাজ করলাম?
বই: পার্মানেন্ট রেকর্ড