
আমাকে একটি নির্জন কক্ষে নিক্ষেপ করে। নগ্ন করে ফেলে। সংকীর্ণ এবং ফ্রীজের মতো ঠাণ্ডা সে কারা প্রকোষ্ঠ। এখন স্মরণ করে অবাক হই কীভাবে সেদিন আমাকে একটি কক্ষে নিক্ষেপ করা হয়েছিল। প্রচণ্ড শীতে থরথর কাঁপছিলাম আমি। ডান পাশের কক্ষ থেকে একটি ক্ষীণ স্বর ভেসে আসছিল। ‘আহাদ’,‘আহাদ’।
বই: কয়েদী ৩৪৫