ওঘুজ খানের বংশধরেরা যখন মঙ্গোলিয়ার বিশুষ্ক তৃণভূমি থেকে নেমে এসেছিলেন, তখন তাদের একটি অংশ থেকে যায় মঙ্গোলিয়া থেকে তিব্বতের আগে পাহাড়ি উপত্যকা অঞ্চলে। তারিম নদীর পানি আর দক্ষিণ পশ্চিম থেকে আসা হিমালয়ের সুশীতল বাতাসের স্পর্শ এই অঞ্চলকে যেন তাদের জন্যই প্রস্তুত করে রেখেছিল। হয়ত সেই মাটিতে পা রাখা কাফেলার অগ্রগামী দলটির প্রথম লোকটির মুখ থেকে […]
