বিভিন্ন কারণে একটি লেখা ভালো বা খারাপ হতে পারে। চমৎকার কোনো থিম থাকা সত্ত্বেও একঘেয়ে বর্ণনার জন্য লেখাটি ভালো হতে পারে না। আবার বৈচিত্র্যময় বর্ণনা, আকর্ষণীয় শব্দচয়ন থাকা সত্ত্বেও থিমটা বেশ সাধারণ বলে লেখাটিও মান হারাতে পারে।
লেখা ভালো হওয়ার ব্যাপারটি ব্যক্তিভেদে আলাদা হতে পারে। কারও প্রিয় উপন্যাস, অন্য কারও সবচেয়ে কম প্রিয় উপন্যাস হতে পারে। আবার এই উপন্যাসটিই হয়তো সাহিত্যের স্মরণীয় একটি সৃষ্টি বলে বিবেচিত।
একটি বেস্টসেলার বইয়ের এতো পাঠক থাকার পরও তা সমালোচকদের বিদ্রুপের সম্মুখীন হতে পারে।
কেউ কেউ মানবজীবন নিয়ে লেখা বই ভালোবাসেন। কারও আবার এডভেঞ্চার বা রোমান্টিক বই পছন্দ। কেউ কেউ বর্ণনাশৈলীতে বৈচিত্র্য না থাকলে বই পড়তে চান না। অন্যদিকে অনেকেই শুধু দেখেন, বইয়ে থাকা তথ্যগুলো কতটা আকর্ষণীয়। তারা শব্দচয়ন নিয়ে ভাবেন না, ভাবেন বইয়ের কাহিনী নিয়ে।
মূলত, আপনার কোন ধরনের বই পড়তে ভালো লাগে, তা আপনিই নির্ধারণ করবেন। কোন ধরনের গল্প পড়বেন ও লিখবেন, তা একান্ত আপনার সিদ্ধান্ত।
তবে, আপনি যদি নিজের লেখাকে সমৃদ্ধ করতে চান, আপনার উচিত সেসব বই পড়া, যেগুলোর সাহিত্যগত মান ভালো। তাছাড়া, আপনার উচিত, সকল ধরনের বই পড়ে দেখা।
Book: লেখা ভালো করার ১০টি উপায়